ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর পোস্তগোলায় জুতার নকল ব্র্যান্ডের কারখানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
রাজধানীর পোস্তগোলায় জুতার নকল ব্র্যান্ডের কারখানা

ঢাকা: রাজধানীর পোস্তগোলার আলম সুপার মার্কেটে চলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেশের নামি দামি জুতার ব্র‍্যান্ড এপেক্স, বাটা, লোটোসহ অন্যান্য ব্র‍্যান্ডের লোগো নকল করা স্যান্ডেলের পাইকারি বিক্রয়ের দোকান পাওয়া যায়। এসব নামি ব্র্যান্ডের লোগো দেখিয়ে নিয়মিত ঠকানো হচ্ছে ক্রেতাদের। অভিযানকালে এ ধরনের নকল স্যান্ডেলের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার নকল পণ্য তৈরির সরঞ্জামগুলো ধ্বংস করে কারখানাটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।