ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুই ঘন্টা পর নৌযান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুই ঘন্টা পর নৌযান চলাচল শুরু

মাদারীপুর: ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  

এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে। সকাল পৌনে ৯টার দিকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকে। পরে সকাল পৌনে ৯টার দিকে চলাচল শুরু করে। কালবৈশাখীর সিজন এটা। আবহাওয়া বৈরী হয়ে উঠলে যেকোন সময়ই নৌযান চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।