ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান, দু’জনকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান, দু’জনকে জরিমানা ছবি: প্রতীকী

রাজশাহী: জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ প্রতিবেদন অনুযায়ী, যানবাহনজনিত শব্দদূষণের শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী।

এবার মহানগরে শব্দদূষণকারীদের ধরতে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৪ এপ্রিল) মহানগরের নীরব ঘোষিত এলাকাগুলোয় এ অভিযান চালানো হয়।  

বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।  

অভিযান শেষে কবির হোসেন বাংলানিউজকে বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঘোষপাড়া মোড়, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড় নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে এসব এলাকায় অভিযান চালানো হয়। নীরব এলাকায় যানবাহনের হর্ন বাজানোর দায়ে এ সময় দু'জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অভিযান চলাকালে বিপুলসংখ্যক যান চালককে এ বিষয়ে সচেতন করা হয়েছে। শব্দদূষণমুক্ত নগর গড়তে এ অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।