ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ডিসেম্বর ৬, ২০১৮
বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক অস্ত্রসহ যুবক আটক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ওয়ান শুটার গানসহ আব্দুস ছালাম (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সীমান্তের সাদিপুর বেলতলার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

ছালাম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার কাশেম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক ছালামের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।