ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, মে ১৯, ২০২৫
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার উপদেষ্টা শারমীন এস মুরশিদ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে সাক্ষাৎ করেন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত ‘সাগরমাথা সম্বাদ’ শীর্ষক সংলাপ ফোরামের প্লেনারি সেশনে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পাহাড়চূড়া হতে সাগর পর্যন্ত আমরা একটি একক পরিবেশ ব্যবস্থার অংশ—পাহাড়ে যা ঘটে, তা গ্রামে, শহরে এবং আমাদের সবার ওপর প্রভাব ফেলে’।

‘সাগরমাথা সম্বাদ’-এর এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল—‘জলবায়ু পরিবর্তন, পর্বতমালা এবং মানবজাতির ভবিষ্যৎ’।

উপদেষ্টা শারমীন এস. মুরশিদ তার বক্তব্যে উল্লেখ করেন, সব দেশই একটি অভিন্ন পরিবেশব্যবস্থার আওতায় সংযুক্ত। এ প্রেক্ষিতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি সব দেশের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যৌথ মনিটরিং ব্যবস্থা, পূর্ব সতর্কতা ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা ও প্রযুক্তি এবং পারস্পরিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‘সাগরমাথা সম্বাদ’-এ অংশগ্রহণের পাশাপাশি উপদেষ্টা শারমীন এস মুরশিদ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। উভয়েই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে, একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নেপালের প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বের প্রশংসা করেন এবং নেপালে নারীর ক্ষমতায়নে অর্জিত সাফল্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

‘সাগরমাথা সম্বাদ’-এর সাইড লাইনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট (লর্ডস মিনিস্টার) ব্যারোনেস সুসান হেইম্যান এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও সাস্টেইনিবিলিটি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বালালার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

১৬–১৮ মে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘সাগরমাথা সম্বাদ’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম সংস্করণে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ‘সাগরমাথা সম্বাদ’ একটি বহুপক্ষীয় সংলাপ ফোরাম, যা বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

এবারের সংলাপে চীন, ভারত, ভুটান, জাপান, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সফরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং দূতাবাসের কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে অবগত হন।

টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।