ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাঁচানো গেলো না সড়ক দুর্ঘটনায় আহত নিলয়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, নভেম্বর ২১, ২০১৮
বাঁচানো গেলো না সড়ক দুর্ঘটনায় আহত নিলয়কে সড়ক দুর্ঘটনায় নিহত নিলয়

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা বারো মাইল এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত নিসানের (৩০) ছোটা ভাই আহত নিলয়কেও (১২) বাঁচানো গেলো না।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এ নেওয়ার পথে সে মারা যায়। নিহত নিসান ও নিলয় দু’জনই ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতি আলীর ছেলে।



** ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ভেড়ামারা বারো মাইল এলাকার ইঞ্জিনচালিত ট্রলির মিস্ত্রি নিসান ট্রলি মেরামত করার পর এটি পরীক্ষা করতে ট্রলিটি চালান। এসময় মতিয়া ফিলিং স্টেশনের কাছে গেলে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিসান মারা যান। এ ঘটনায় ট্রলিতে থাকা তার হেলপার (সহকারী) আপন ছোট ভাই নিলয় গুরুত্বর আহত হয়।

নিহতদের চাচাতো ভাই ভেড়ামারা পৌর কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বাংলানিউজকে বলেন, রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলয়ের অবস্থার অবনিত হলে চিকিৎসক নিলয়কে রামেক হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে সেখানে এ নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় তার মৃত্যু হয়।  

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।