ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, মে ২১, ২০২৫
শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন 

ঢাকা: ঢাকা ওয়াসার জরুরি কাজের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা থেকে শনিবার (২৪ মে) সকাল ১০টা পর্যন্ত শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তাটি বন্ধ থাকবে।  

বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে গাড়িগুলো বিকল্প রাস্তা হিসেবে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারবে।  

এদিকে জরুরি কাজের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।