ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৬, নভেম্বর ২১, ২০১৮
রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট

কক্সবাজার: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, রোহিঙ্গাদের মানবিক ও মানসিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ প্রশংসার দাবিদার। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ(আইওএম) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন মানবিক সহায়তা দিচ্ছে।

মঙ্গলবার (২০ নভেম্বরর) বিকেলে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীসহ বিশেষ করে নারী ও নবজাতকদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

 

হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যহানির ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক সংস্থাসমূহকে এগিয়ে আসতে হবে।  

উদ্বোধনকালে অন্যান্যের উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপের কয়েকটি দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।