ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পেট্রোল বোমা উদ্ধার, পুলিশের জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, নভেম্বর ২০, ২০১৮
আগৈলঝাড়ায় পেট্রোল বোমা উদ্ধার, পুলিশের জিডি উদ্ধার করা পেট্রোল ও হাত বোমা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে চারটি পেট্রোল ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৯ নভেম্বর) দিনগত রাতে অজ্ঞাতপরিচয় একব্যক্তি পুলিশকে ফোন করে একটি মাদকের চালানের বিষয়ে জানায়।

ওই খবরের ভিত্তিতে তার নেতৃত্বে রাত সাড়ে নয়টার দিকে উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিন হাওলাদার, এসআই দেলোয়ার হোসেন, এসআই জসীম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সরোয়ার বশির, এএসআই নেছার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঠিরা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে কাঠিরা গ্রামের লোকনাথ মন্দিরের বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পেট্রোল ও পাঁচটি হাতবোমা উদ্ধার করেন তারা।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনায় বাদী হয়ে এসআই দেলোয়ার হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বাংলা‌দেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।