ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, নভেম্বর ২০, ২০১৮
ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ মাদকবিক্রেতা গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বার নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, সোমবার (১৯ নভেম্বর) শহরের আকুয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিক্রেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বারকে গ্রেফতার করা হয়।

পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় এলজি, দু’টি কার্তুজ, ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

আব্দুল্লাহ আল মামুন একাধিক মামলার আসামি বলেও জানান ওসি শাহ কামাল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।