ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া আদায় উদ্বোধন রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জুলাই ১৯, ২০২৫
হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া আদায় উদ্বোধন রোববার হাতিরঝিলে চক্রাকার বাস। ফাইল ফটো

হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম উদ্বোধন করা হবে আগামী রোববার (২০ জুলাই)।

এদিন বিকেল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এই কার্যক্রম শুরু হচ্ছে।  

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।