ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

স’মিলের করাতে হাতের কব্জি হারালেন শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জানুয়ারি ২১, ২০২৪
স’মিলের করাতে হাতের কব্জি হারালেন শ্রমিক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে স’মিলের করাতে ইব্রাহিম বিশ্বাস (৩৩) নামে এক শ্রমিকের তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।  

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত ইব্রাহিম ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।

মযেনদিয়া বাজারের বণিক সমিতির সদস্য ও পরমেশ্বদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিক মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়েনদিয়া বাজারে আব্বাসের স’মিলে শ্রমিকের কাজ করতেন ইব্রাহিম। শনিবার সন্ধ্যায় স’মিলের করাত পরিষ্কার করছিলেন শ্রমিক ইব্রাহিম। সেসময় অসাবধানতাবশত করাতে তার ডান হাতের কব্জি কেটে পড়ে যায়। মিলের অন্য শ্রমিকরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ