ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পটুয়াখালী: মধ্যে প্রাচ্যের দেশগুলোর আরবি তারিখের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর দাওয়াতুল ইসলাম বদরপুর দরবারসহ কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৮ জুন) সকাল ৯টায় বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গণির ইমামতিতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে পশু কোরবানি করা হয়েছে।

এদিকে প্রতিবছরের ন্যায় এবার জেলার সব উপজেলার প্রায় ৪০ গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বদরপুর দরবার শরীফের কর্তৃপক্ষ।

১৯২৮ সাল থেকে পটুয়াখালী ৩০-৪০টি গ্রামবাসীরা চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ নয়টি ধর্মীয় উৎসব উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।