ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জানুয়ারি ১৬, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে মুক্তি (২৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছে থেকে ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তার গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

ডিবির ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা শহরের গুহলক্ষীপুরের লাশকাটা ঘরের সামনে থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মুক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত সাইদুলের স্ত্রী। মুক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

মুক্তির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় আরও একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।