ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

সবার জন্য পূজার পোশাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, সেপ্টেম্বর ৩০, ২০২৫
সবার জন্য পূজার পোশাক

ঢাকা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব ও সম্প্রীতির অনুপ্রেরণায় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে তাদের পূজা কালেকশন ২০২৫। কালেকশনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে নানান ধরনের পোশাক ও আনুষঙ্গিক আয়োজন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘দুর্গাপূজা শান্তি ও সম্প্রীতির উৎসব। সেই ভাবনা থেকেই আমাদের পূজার কালেকশন সাজানো হয়েছে। ’

চিরায়ত লাল-সাদা রঙের পাশাপাশি এবারের কালেকশনে যুক্ত হয়েছে ফল ২৫ সিজনের ট্রেন্ডি রঙ—আর্জেন্ট অরেঞ্জ ও চকলেট ব্রাউন। ডিজিটাল প্রিন্ট, টাই-ডাই, পাওয়ার ফ্লাওয়ার, মান্দালা, পোলকা ডটসহ থাকছে নানা স্টাইল ও কাটের পোশাক।

নারীদের জন্য থাকছে শাড়ি, কামিজ, টিউনিক, ফিউশন সেট ও কুর্তি। পুরুষদের জন্য থাকছে স্ট্রেচড্ জ্যাকার্ড, আর্ট সিল্ক ও কটনের পাঞ্জাবি, ওয়েস্ট কোট ও আলীগড়ি পাজামা। শিশুদের জন্যও থাকছে ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি ও পলো শার্ট।

এছাড়াও হোম, হ্যান্ডব্যাগ, অ্যাক্সেসরিজ ও ফুটওয়্যারেও যুক্ত হয়েছে পূজার নতুনত্ব।
লা রিভ পূজা কালেকশন এখন রাজধানীসহ দেশের সব স্টোর ও অনলাইনে পাওয়া যাচ্ছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।