ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন ১৬ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, জুলাই ১৬, ২০১৭
প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন ১৬ আগস্ট

ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৬ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন আদালতে দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী নতুন করে এ দিন ধার্য করেন।



২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাঈনুল হাসান, শামীম ও আব্দুস সামাদ ওরফে সবুর ওরফে খায়রুল।

দীপন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে। ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশক ছিলেন দীপন। অভিজিৎ হত্যার আট মাস পর দীপনকেও হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।