ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য অ্যাডভোকেট আব্দুক রাজ্জাক

‘সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করলেন জামায়াতের আইনজীবী’ শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুক রাজ্জাক।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, “জুলাই আন্দোলনের সময় রাজধানীর কলাবাগান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধরসহ হুমকির মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ দুজন হলেন, কলাবাগান থানার সাবেক সহ-সভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল।

এর মধ্যে কলাবাগান থানার সাবেক সহ-সভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুক রাজ্জাক। এই আসামির পক্ষে দাঁড়ানোর জন্য ওকালতনামা ও কোনো দরখাস্তে আমার কোনো সহি স্বাক্ষর নেই এবং এ সংবাদ প্রকাশের পূর্বে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। যা সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। ”

প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট আইনজীবী শুনানি করেছেন মর্মে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সংবাদের কোথাও তিনি ওকালতনামায় স্বাক্ষর করেছেন বলে উল্লেখ করা হয়নি। আদালতের প্রথা অনুযায়ী ওকালতনামায় নাম না থাকলেও সিনিয়র আইনজীবীরা তাদের সহকর্মীর পক্ষে শুনানি করে থাকেন। সেক্ষেত্রে তার উপস্থিতি ও শুনানিতে অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করা হয়নি। প্রতিবাদলিপিতে কোথাও সংশ্লিষ্ট আইনজীবী উল্লেখ করেননি যে, সংশ্লিস্ট মামলার শুনানিতে তিনি অংশ নেননি। এ ছাড়া প্রকাশ্য আদালতে শুনানির পর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নেওয়ার বিষয়টি আর প্রাসঙ্গিক থাকে না। কারণ আদালতের কার্যধারা প্রকাশে গণমাধ্যমকর্মীরা বিচারকের বক্তব্য উল্লেখ করেও সংবাদ প্রকাশ করে থাকেন।

কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ