ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, জুলাই ৪, ২০১৭
চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট

ঢাকা: ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য আক্রান্ত অঞ্চলে চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জুলাই) আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ। পরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন তিনি।


আরেকটি সম্পূরক আবেদন করতে বলে হাইকোর্ট জানিয়েছেন, এরপর এ আবেদনের শুনানি নেওয়া হবে। সম্পূরক আবেদনে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সরকার কি কি পদক্ষেপ নেবে এবং নেওয়া উচিৎ- সেসব বিষয়ে ‍বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

রিটে স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।  

চিকুনগুনিয়া নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০৪,২০১৭
ইএস/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।