ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮ 

তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৮ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন কয়েক ডজন শ্রমিক।

শুক্রবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে অর্ধেক কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, দুর্ঘটনার পর ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্ধারকারীরা শক্ত পাথর খুঁড়ে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকা পড়াদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়।

বিস্ফোরণের ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছে তাদের ফিরে পেতে পরিবারের লোকজন সেখানে ভিড় জমিয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। সেখানে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।

বিস্ফোরনের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্ক সরকার।

এদিকে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন রিসেপ তাইয়্যিপ এরদোগান।  

২০১৪ সালে তুরস্কে কয়লা খনি দুর্ঘটনায় ৩০১ জনের মৃত্যু হয়।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০২১ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ