ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরি

ঢাকা: রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরে মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরির ঘটনা ঘটেছে।

রোমানিয়ার মাফিয়া বিরোধী সরকারি কৌঁসুলি ডিকট এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকা সরকারের মালিকানাধীন তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েক জন মিলে একটি অপরাধী চক্র গঠন করেছিল।

তিনি জানিয়েছেন, মিহাইল কোগালনিসিয়েনু সামরিক ঘাঁটি ছাড়াও যেসব স্থানে সামরিক মহড়া হতো সেসব স্থান থেকে জ্বালানি তেল চুরি করতো এই চক্রটি। যেখানে সেনারা ঘাঁটি করতো সেখানকার জেনারেটরগুলোকে টার্গেট করতো চক্রটি। গত চার বছর ধরে এই চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।