ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক কাঠুয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, ডিসেম্বর ৮, ২০২০
উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক কাঠুয়ায় উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কাঠুয়ায়

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার গাট্টি গ্রামে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রকল্পটি শেষ করার সব কাজ জোরালো ভাবে চলছে, যেন ওই অঞ্চলের কৃষকদের সাহায্য করা যায়।

কাঠুয়ার ডেপুটি কমিশনার ওপি ভগত জানান, নির্মাণাধীন পার্কটির জন্য ৪৫ কোটি রুপি বরাদ্দ রয়েছে। কৃষি নিয়ে গবেষণা করতে আগ্রহী বিজ্ঞানীরা এখানে কাজ করার সুযোগ পাবেন।

২০১৪ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৮ সালে বায়োটেক পার্কটির নির্মাণকাজ শুরু হয়। ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ পার্ক চালু হলে গবেষক এবং কৃষক— উভয়ই লাভবান হবেন। এছাড়া, পার্কটি চালু হলে এ অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থান হবে।

প্রকল্প অনুযায়ী, শ্রীনগর এবং কাঠুয়া— দুই অঞ্চলে দু’টি ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।