ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জোসে সেরা। স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট মিচেল তেমেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

জানান, স্বাস্থ্যগত কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

সরকারের একটি সূত্র জানিয়েছে, ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব মেরুদণ্ডে ব্যথার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।

জোসে সেরা ইতোপূর্বে প্রেসিডেন্ট পদপ্রার্থীও ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।