ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে শরণার্থীর মরদেহ সংখ্যা বেড়ে ৮৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, ফেব্রুয়ারি ২২, ২০১৭
লিবিয়া উপকূলে শরণার্থীর মরদেহ সংখ্যা বেড়ে ৮৭ ছবি: সংগৃহীত

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। যারা হয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবির শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্র তীরের কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। এতে শঙ্কা বেড়েছে আরও মরদেহ থাকার।

কারণ এ ধরনের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে মানুষ উঠতে পারেন।

ইতোমধ্যে মরদেহগুলো রাজধানী ত্রিপোলিতে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২০১৬ সালে এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

লিবিয়া উপকূলে ৭৪ শরণার্থীর মরদেহ

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ