ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হানায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, মার্চ ২৮, ২০১৫
সোমালিয়ায় হোটেলে জঙ্গি হানায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানীর একটি অভিজাত হোটেলে জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সতেরোতে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সুইজারল্যান্ডে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ মোহাম্মদ বারিবারি।

এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানী মোগাদিসুতে অবস্থিত মক্কা আল-মুকারমা হোটেলে এ হামলা চালায় আত্মঘাতী আল শাবাব জঙ্গিরা। হোটেলটি দখলে নিয়ে সেখান থেকে শনিবার সকাল পর্যন্ত সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যায় জঙ্গিরা।

নিহতদের মধ্যে সরকারি কর্মকর্তা,হোটেলটির নিরাপত্তা কর্মীসহ সাধারণ মানুষ রয়েছে বলে জানান মোগাদিসুর ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা কর্নেল ফারাহ আদেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।