ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাব ‘আন্তরিকভাবে’ পর্যালোচনা করছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
ট্রাম্পের প্রস্তাব ‘আন্তরিকভাবে’ পর্যালোচনা করছে হামাস ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। সোমবার হোয়াইট হাউসে ২০ দফা এই প্রস্তাব প্রকাশ করেন তিনি।

এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। নেতানিয়াহু প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান।

প্রস্তাবে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজা পরিচালনায় সহায়তার জন্য একটি আন্তর্জাতিক বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ কয়েকজন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, এর মানে এই নয় যে, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব।

নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প এই প্রস্তাব প্রকাশ করে বলেন, হামাস যদি এটি মেনে না নেয়, তবে ইসরায়েল যা করবে, তাতে পূর্ণ সমর্থন দেবেন।

হামাস প্রস্তাবটি আন্তরিকভাবে পর্যালোচনা করছে। বিবিসির গাজা প্রতিবেদক রুশদি আবুলআউফ জানিয়েছেন, তাদের প্রতিক্রিয়া হতে পারে ‘হ্যাঁ, তবে কিছু শর্তসাপেক্ষে’।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নেতারা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। বিবিসির প্রতিবেদক টম বেটম্যান বলেছেন, এটি যুদ্ধ সমাপ্তির কোনো বিস্তারিত প্রস্তাব নয়।

এদিকে, ইসরায়েল গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সোমবার পুরো গাজা উপত্যকায় ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমানবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।