ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়াল।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এর মধ্যে কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অন্তত ১০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং গাজা সিটিতে ১৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অপুষ্টি ও চিকিৎসার অভাবে মাত্র দুই-দেড় মাস বয়সী শিশু ঈদ মাহমুদ আবু জামা মারা গেছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল।
আল জাজিরার সাংবাদিকদের দেওয়া তথ্যানুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজায় অবকাঠামো, ঘরবাড়ি ও পুরো পাড়া-মহল্লা ধ্বংস করছে। এতে আহতদের কাছে পৌঁছানো বা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চিকিৎসা দলগুলোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৬ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৮ হাজার ১৬২ জন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
আরএইচ