ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ২৭, ২০২৫
থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১ সংগৃহীত ফটো

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৪৬ জন।

নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) সমাবেশে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাবেশে মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স এর একটি পোস্টে এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জানিয়েছেন। তিনি বলেছেন, করুরে রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সামনের বছরে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন বিজয়। এ লক্ষ্যে একটি রাজনৈতিক দলও গঠন করেছেন ওই সুপারস্টার।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।