দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন।
ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
তারা জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার সময় একটি অ্যাপার্টমেন্টে থাকা আল-রাহাবি নিহত হন।
এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানিয়েছে এদেন আল-গাদ পত্রিকা।
টাইমস অব ইসরায়েল জানায়, হুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরের একটি স্থানে জড়ো হয়েছিলেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ শীর্ষ নেতা। এসময় তাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
এরপর প্রধানমন্ত্রী আল-রাহাবিরও মৃত্যুর খবর এলো।
গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি অংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে। আরেকটি অংশের সরকার চালায় সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী। এই অংশের প্রধানমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক।
এইচএ/