ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ভারত

কলকাতায় গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মে ৯, ২০১৬
কলকাতায় গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো

কলকাতা: আগামী কয়েক মাসের মধ্যে গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো রেল। এরইমধ্যে মাটির নিচের কাজ প্রায় শেষ হয়ে এসেছে।

মোট রাস্তার ৬শ মিটার যাবে গঙ্গার নিচ দিয়ে।

শিগগিরই নদীর তলা দিয়ে মেট্রো চলার এ খবর জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

মোটামুটি দশতলা বাড়ির যে উচ্চতা মাটি থেকে ততটা নিচে চলবে মেট্রো। গঙ্গার তলা দিয়ে এ যাত্রা নিরাপদ বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন- এই পথে গঙ্গার তলা দিয়ে গিয়ে মহাকরণ স্টেশনে মাটির উপরে উঠবে মেট্রো।

জানা ‍যায়, ভূমিকম্পের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রিখটার স্কেলে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পেও কোনো সমস্যা হবে না। আপাতত কাজের যা গতি তাতে মনে করা হচ্ছে শারদ উৎসবের পরেই এ পথে যাত্রা শুরু করবে কলকাতা মেট্রো।

কাজে সামান্য বাধা হয়ে দাঁড়াচ্ছে গঙ্গাবক্ষের আঠালো মাটি। তবে সেই সমস্যা সমাধান করেই কাজ এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।