কলকাতা: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ অভিযোগ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ২৫ জন বাংলাদেশিকে আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। এরমধ্যে ১৬ জন নদিয়া জেলা এবং ৯ জনকে উত্তর দিনাজপুর জেলা আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
শুক্রবার (৯ মে) রাজ্য পুলিশের তথ্য মতে, নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশি দেশে যাওয়ার চেষ্টা করতেই তাদের আটক হয়।
পুলিশ জানায়, তাদের কারো কাছে ভারতে আসার বৈধ কোনো নথি পাওয়া যায়নি। এ সময় ভারতীয় এক দালালকেও আটক করা হয়।
এসব বাংলাদেশি ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া গ্রামের নিরালা পাড়া গা ঢাকা দিয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা জানায়, কয়েক মাস আগে ভারতীয় দালালের সহায়তায় ভারতে প্রবেশ করে। এরপর কাজের খোঁজে তারা পশ্চিম ভারতের দিকে চলে যায়। বৃহস্পতিবার (৮ মে) রাতে তারা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখনই ধানতলা থানার পুলিশের হাতে আটক হয়।
এদিন আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় রানাঘাট মহকুমা আদালতে। পরে সকলকে নিজেদের রিমান্ডে নেয় পুলিশ।
অপরদিকে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার দাসনগর এলাকা থেকে আটক হয় ৯ বাংলাদেশি। এরা সবাই পুরুষ এবং নরসিন্দি এলাকার বাসিন্দা। গত বছর থেকে তারা রাজস্থানে শ্রমিকের কাজ করতেন। দেশে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়েন তারা। পরে এদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভিএস