ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম কাঠুরে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, মে ৯, ২০১৬
ত্রিপুরায় ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম কাঠুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলায় ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম হয়েছেন বুদ্ধ দেববর্মা নামে এক কাঠুরে।

রোববার (৮ মে) বিকেলে খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানা এলাকার আঠারোমুড়া পাহাড়ে গভীর জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান বুদ্ধ দেববর্মা।

জঙ্গলে কাঠ কাটার সময় একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। ভাল্লুকটি তার শরীরের একধিক স্থানে কামড়ে গুরুতর জখম করেছে। পরে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে জঙ্গল থেকে পালাতে সক্ষম হন তিনি।

সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নেন। শরীরের জখম গুরুতর হওয়ায় রাতে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।