ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

রোববার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুন ১৭, ২০১৭
রোববার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ

ঢাকা: রোববার (১৮ জুন) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুন) সকাল পর্যন্ত নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা।

চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের চিকিৎসকদের এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন শনিবার (১৭ জুন) এক যৌথ বিবৃতিতে পূর্বঘোষিত এ কর্মসূচি পালনের আহ্বান জানান।

পাশাপাশি সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখতে বলেন।

সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদ সভা, কালোব্যাচ ধারণ, মানবন্ধন ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।