ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চান্দিনায় জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের অবহিতকরণ সভা

চান্দিনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
চান্দিনায় জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের অবহিতকরণ সভা

চান্দিনা (কুমিল্ল) : কুমিল্লার চান্দিনায় জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



এ সময় বক্তব্য রাখেন-সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ডা. সামছুদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ সাফিয়া আক্তার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহাম্মদ কবির।

সভায় কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে মূল প্রদর্শনী উপস্থাপন করেন রিসোর্স পার্সন ডা. মেহবুবা সাঈদ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২১, ২০১২
 সম্পাদনা: প্রভাষ চৌধুরী  ও নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।