ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসি + সুয়ারেস = ৮০০ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, নভেম্বর ৩০, ২০১৯
মেসি + সুয়ারেস = ৮০০ গোল মেসি ও সুয়ারেস জুটির মোট গোল এখন ৮০০টি/ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও লুইস সুয়ারেস জুটির অসাধারণ পারফরম্যান্সে ভর করে গত বুধবার (২৭ নভেম্বর) বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে কাতালান জায়ান্টদের।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচের ২৯তম মিনিটে মেসির পাসে গোলের উদ্বোধন করেন সুয়ারেস এবং ৪ মিনিট বাদেই প্রতিদান হিসেবে মেসির গোলে অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই বন্ধুর পাফরম্যান্সে বার্সা পেয়েছে অতি গুরুত্বপূর্ণ এক জয় আর দুজনে মিলে গড়েছেন নতুন এক মাইলফলক।

 

বার্সেলোনার জার্সিতে মেসি ও সুয়ারেসের সম্মিলিত গোল এখন ৮০০টি। কাতালানদের হয়ে ৭০০তম ম্যাচ খেলা মেসি ক্লাবের হয়ে ৬১৩ গোল করেছেন। অন্যদিকে ২০১৪ সালে যোগ দেওয়ার পর বার্সার হয়ে ২৬২ ম্যাচ খেলা সুয়ারেসের গোল ১৮৭টি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।