ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল/

বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ সন্ধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ১৮, ২০২৫
বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ সন্ধ্যায় ট্রফির সঙ্গে ভারত ও বাংলাদেশ দলের অধিনায়ক/সংগৃহীত ছবি

বাংলাদেশ বনাম ভারত—ক্রিকেট হোক কিংবা ফুটবল, দুই প্রতিবেশী দেশের মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। সেই চিরচেনা উত্তাপ আজ ছড়িয়ে পড়েছে যুব ফুটবলেও।

 

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত।

দাপুটে ভারত, তবে বাংলাদেশকে নিয়ে সতর্ক

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত অনবদ্য পারফর্ম করেছে। শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু। এরপর নেপালকে হারায় ৪-০ ব্যবধানে। সেমিফাইনালে মালদ্বীপকে হারিয়ে ১৫ গোল নিয়ে ফাইনালে উঠে ড্যানি মিত্তির নেতৃত্বাধীন দলটি।

তবে কোচ বিবিয়ানো ফার্নান্দেস বাংলাদেশের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সতর্কতা প্রকাশ করেছেন।

“বাংলাদেশ সেমিফাইনালে দারুণ খেলেছে। তাদের শক্তি আছে, সম্মান করি আমরা। ফাইনালে নিজেদের সর্বোচ্চটা দিয়ে নামতে চাই। ”

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প

বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কিছুটা ছন্দপতনের মধ্য দিয়ে। মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র। এরপর ভুটানকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় ছোটনের শিষ্যরা। সেমিফাইনালে তারা দেখায় নিয়ন্ত্রিত ফুটবল, যার ফল ফাইনালে পৌঁছানো।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ফর্মে আছেন—ইতিমধ্যে তিনটি গোল করেছেন, করিয়েছেনও একাধিক।

“ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। আমরা জানি প্রতিপক্ষ ভারত শক্তিশালী। তবে আমাদেরও আত্মবিশ্বাস আছে, ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই,”—বলেছেন ফয়সাল।

তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই বিশ্বাস রেখেছি নিজেদের ওপর। ভারত ভালো দল, তাদের সম্মান করি। তবে লক্ষ্য পূরণে আমরা শতভাগ দিয়ে খেলব। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।