ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-হংকং ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, মে ১৮, ২০২৫
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-হংকং ম্যাচ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে দেশের ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে।

সকলেই জল্পনা কল্পনা করছেন এই ম্যাচ ঘিরে।  

পরের ম্যাচে আগামী ০৯ অক্টোবর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি দিয়েছে বাফুফে। গতকাল বাফুফের একটি প্রতিনিধি দলও চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২৫ বছরের জন্য বরাদ্দ দিতে চাইছে। তবে চট্টগ্রামের সংগঠকরা এই সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি। তারা এর প্রতিবাদ করছেন। এই প্রতিবাদের মধ্যে আটকে আছে জেলা ক্রীড়া স্টেডিয়ামের হস্তান্তর প্রক্রিয়া। মাঠ বুঝে না পেলেও এই মাঠেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।

শুধু এএফসি না ১১ হতে ২১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সাফ অনূর্ধ্ব -২০ নারী চ্যাম্পিয়নশিপ, আগামী ২-১০ আগস্ট পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬'ও আয়োজন করতে চায় বাফুফে। এই বিষয়ে চিঠি দিয়ে চট্টগ্রাম জিলা স্টেডিয়াম সংশ্লিষ্ট সকল জানিয়েছে তারা।

স্টেডিয়াম বুঝে না পেলেও এই স্টেডিয়ামেই তিনটি বড় আন্তর্জাতিক ইভেন্টে আয়োজন করার পরিকল্পনা করছে বাফুফে। স্থানীয় সংগঠকরা এর তীব্র বিরোধিতা করছে। কিছুদিন আগেই বাফুফেকে এই মাঠ বরাদ্দ না দিতে আন্দোলন করেছিলেন স্থানীয় সংগঠক - সমর্থকরা। এখনো স্টেডিয়ামের প্রবেশ পথে বাফুফেকে এই স্টেডিয়ামে বরাদ্দ না দেওয়ার কথা লিখে ব্যানার ঝুলছে। এর মধ্যেই বাফুফের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।