ভুটানে নারী লিগ খেলা দশ বাংলাদেশি ফুটবলারের মধ্যে পাঁচজনকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছেন কোচ পিটার বাটলার।
শনিবার সকালে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতুপর্ণা চাকমা, রুপ্না চাকমা, শামসুন্নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা।
তবে দলে জায়গা হয়নি সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার এবং মাতসুসিমা সুমাইয়ার। এর মধ্যে সাবিনা ও মাসুরা ছিলেন কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বে।
ধারণা করা হচ্ছে, বিদ্রোহের জেরেই তাদের ডাকা হয়নি।
আগামী ২৭ মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ দল, যা হবে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি পর্ব। বাফুফে আগে থেকেই তিনটি ভুটানি ক্লাবকে পাঁচ ফুটবলারের ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছিল।
তবে ফুটবল সংশ্লিষ্ট অনেকের মতে, পারফরম্যান্সের দিক থেকে অন্তত সাবিনা ও মাসুরার দলে থাকা উচিত ছিল। সাবিনা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড এবং ২০২২ ও ২০২৪ সালের সাফজয়ী দলের অধিনায়ক। মাসুরা দেশের অন্যতম সেরা ডিফেন্ডার এবং সর্বশেষ সাফেও ভালো খেলেছিলেন।
বাটলার আগেই বলেছিলেন, খেলোয়াড়দের সঙ্গে অতীত ভুলে এগিয়ে যেতে চান। তবে স্কোয়াড নির্বাচন সে বার্তা বহন করছে না বলেই মনে করছেন অনেকেই।
এমএইচএম