ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান লিগের শিরোপা জিতলো জুভেন্টাস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৯, এপ্রিল ২১, ২০১৯
ইতালিয়ান লিগের শিরোপা জিতলো জুভেন্টাস ...

ইতালিয়ান ফুটবল লিগের শিরোপা জিতেছে জায়ান্ট জুভেন্টাস। ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললো তুরিনের ক্লাবটি। এতে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ক্ষতটা কিছুটা হলেও কমলো তাদের।

তবে শিরোপা জয়ের ম্যাচে ঘরের মাঠ অ্যলিয়েঞ্জ স্টেডিয়ামে অবশ্য শুরুটা ভালো হয়নি জুভেন্টাসের। ম্যাচের ৬ মিনিটের মাথায় ফিওরেন্টিনার ফরোয়ার্ড মিলেনকোভিচের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

প্রথমার্ধের ৩৭ মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রোর গোলে করে সমতায় ফেরে ওল্ড লেডিরা।

বিরতির পর ৫৩ মিনিটে পেজ্জেলার আত্মঘাতী গোলে লিড নেয় জুভেন্টাস। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ফিওরেন্টিনা। ২-১ গোলের জয় দিয়ে শিরোপা জয়ের উৎসব করে আলেগ্রির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
আরএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।