গুঞ্জন উঠেছে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। এদিকে এই ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপও খেলতে পারবেন না তিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন বলছে, রোনালদোকে দলে ভেড়াতে চায় ব্রাজিলিয়ান ক্লাবটি। আগামী ৩০ জুন আল নাসরের সেঙ্গ চুক্তি শেষ হবে তারা। নতুন চুক্তি নিয়েও জানা যায়নি কিছুই। এরই মধ্যে বতাফোগো লোভনীয় প্রস্তাব দিয়েছে তাকে। ক্লাবটির কোচকে এই বিষয়য়ে প্রশ্নও করা হয়। জবাবে অনেকটা হেসেই কোচ জানান তাকে দলে চাইবে সবাই।
বতাফোগো কোচ বলেন, ‘ক্রিসমাস তো ডিসেম্বরে… তবে সে (রোনালদো) যদি আসে, তার মতো একজন তারকাকে ‘না’ বলার প্রশ্নই আসে না। যদিও আমি কিছুই জানি না, স্রেফ প্রশ্নটির উত্তর দিচ্ছি। তবে যেটা বললাম, কোচরা সবসময় চায় সেরাকেই। ’
‘এমনকি এই বয়সেও রোনালদো একটি গোল-স্কোরিং মেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, সেখানে সে দারুণ কার্যকর হবে। ’
ক্লাব বিশ্বকাপ নতুন আঙ্গিকে শুরু হবে এবার। ৩২ দলের এই আসরে ব্রাজিলের রয়েছে চারটি দর। যার মধ্যে বতাফোগোও রয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই হবে ক্লাব ফুটবলের এই বৈশ্বিক আসর।
আরইউ