ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসূরি হলেন এমরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, মে ২৩, ২০১৮
আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসূরি হলেন এমরি উনাই এমরি-ছবি: সংগৃহীত

আর্সেনালের নতুন কোচ হিসেবে যোগ দিলেন উনাই এমরি। এমনটি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সদ্য শেষ হওয়া মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে ঘরোয়া ট্রেবল জেতানো এমরি এমিরেটস স্টেডিয়ামের দলটির সঙ্গে দুই বছরের চুক্তি সারলেন।

১৯৯৬ সালের পর এমরি গানারদের দ্বিতীয় কোচ হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে বিদায়ী মৌসুমে আর্সেনালের সঙ্গে ২২ বছরের সম্পর্ক শেষ করেন আর্সেন ওয়েঙ্গার।

এমরি এর আগে স্প্যানিস ক্লাব সেভিয়ার হয়ে সফল ছিলেন। দলটিকে তিনটি ইউরোপা লিগ জেতান ৪৬ বছর বসয়ী এই স্পেনের নাগরিক।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৩ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।