রেকর্ড স্পর্শ করেছিলেন মাস খানেক আগেই, এবার নিজেকেই ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক।
মঙ্গলবার রাতে লিসবনে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল স্বাগতিক পর্তুগাল। তবে প্রথমার্ধেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল হজম করে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে ম্যাচটি।
গত মাসে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করে আগের সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইসের পাশে বসেছিলেন রোনালদো। এবার ফিরতি ম্যাচে প্রথম গোলে রুইসকে পেছনে ফেলে বিশ্বকাপ বাছাইপর্বে নতুন শীর্ষে ওঠেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি তার রেকর্ডকে আরও উজ্জ্বল করেছে। এখন এই প্রতিযোগিতায় রোনালদোর গোলসংখ্যা ৪১।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল এখন ১৪৩টি। ৪০ বছর বয়সী এই তারকার পেশাদার ফুটবলে মোট গোল দাঁড়িয়েছে ৯৪৮-এ। বুট জোড়া তুলে রাখার আগে হাজার গোলের মাইলফলক স্পর্শ করার ইচ্ছার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।
হাঙ্গেরির বিপক্ষে জয় পেলে পর্তুগাল দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করতে পারত ২০২৬ বিশ্বকাপের টিকিট। তবে ড্র করায় অপেক্ষা বাড়ল তাদের। রোনালদো তবুও রেকর্ডের এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত। বুধবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এটা কোনো গোপন বিষয় নয় যে, জাতীয় দলের হয়ে খেলা আমার জন্য বিশাল গর্বের। পর্তুগালের জার্সিতে এই অনন্য মাইলফলক ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যারা আমাকে এই যাত্রায় সহায়তা করেছেন, সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে জায়গা পাকা করতে নভেম্বরে দেখা হবে। ”
আগামী মাসে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে খেলবে পর্তুগাল। বাছাইপর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ঘরের মাঠে আর্মেনিয়ার।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে রোনালদোর পর্তুগাল। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি, ৪ পয়েন্টে তৃতীয় স্থানে রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং ৩ পয়েন্টে চতুর্থ স্থানে আর্মেনিয়া।
গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের মূলপর্বে, আর রানার্সআপ দলকে খেলতে হবে প্লে-অফে।
আরইউ