ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘নিজেদের ভুলেই বেশি গোল খাচ্ছি’–জামালের সহজ স্বীকারোক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, অক্টোবর ১৫, ২০২৫
‘নিজেদের ভুলেই বেশি গোল খাচ্ছি’–জামালের সহজ স্বীকারোক্তি সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মূল বাধা প্রতিপক্ষ নয়, বরং নিজেদের ভুলের বৃত্ত— হংকং সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, দল বার বার প্রতিপক্ষকে গোল ‘উপহার’ দিচ্ছে, যা হারের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই আত্মঘাতী ভুলগুলো শুধরে নিতে না পারলে জয়ের দেখা পাওয়া কঠিন হবে বলে সতীর্থদের সরাসরি বার্তাও দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল সাম্প্রতিক পারফরম্যান্সের কাটাছেঁড়া করেন। তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের ভুলেই বেশি গোল খাচ্ছি। প্রথম ম্যাচে ৪-৩ গোলে হারের কথা ভাবুন, আমরা যে চারটি গোল হজম করেছিলাম, তার মধ্যে তিনটিই ছিল আমাদের উপহার। এই কথাটা আমি দলের খেলোয়াড়দের সরাসরি বলেছি। ’

হংকংয়ের বিপক্ষে সর্বশেষ অ্যাওয়ে ম্যাচেও দলের পারফরম্যান্সে একই সমস্যার ছাপ দেখছেন অধিনায়ক। প্রথমার্ধে একটি পেনাল্টি গোলে পিছিয়ে পড়া এবং দলের ছন্দহীন খেলাকেও তিনি ভুলের ফসল হিসেবেই দেখছেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিলেও পুরোপুরি সন্তুষ্ট নন জামাল।

তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, ম্যাচে ফিরেছি। কিন্তু দিন শেষে জয়টা আসেনি। ভুলের পরিমাণ কমাতে না পারলে শুধু একার্ধ ভালো খেলে ফলাফল আনা কঠিন। ’

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। সেই ঐতিহাসিক দ্বৈরথের আগে জামাল মনে করেন, দলের সবচেয়ে বেশি কাজ করতে হবে ভুল কমানো নিয়ে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে গোল হজম করলে ফিরে আসা কঠিন। তাই আগে নিজেদের ভুলগুলো শুধরে মাঠে নামতে হবে। ’ 

এর আগে ঘরোয়া লিগে খেলে নিজেদের ছন্দে ফেরাতে চান বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

এআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।