ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ইসরায়েলকে নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ২, ২০২৫
ইসরায়েলকে নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ফিফা প্রেসিডেন্ট সংগৃহীত ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ভূ-রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে না’, তবে ফুটবলকে ব্যবহার করে বিভক্ত বিশ্বকে একত্রিত করার চেষ্টা চালাবে।  

গাজার যুদ্ধ ও গণহত্যার অভিযোগের পর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিষেধাজ্ঞার দাবি জোরালো হলেও ফিফা এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

জাতিসংঘের এক তদন্ত কমিশন সম্প্রতি সিদ্ধান্তে এসেছে যে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে স্থগিত করার জন্য।

তবে বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনার বিষয় ছিল না। উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘যারা ভোগান্তির মধ্যে আছেন, আমাদের ভাবনা তাদের সঙ্গে। এখন ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে শান্তি ও ঐক্যের। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। ’

ফিফা ভাইস-প্রেসিডেন্ট ভিক্টর মনটাগলিয়ানিও বলেছেন, ইসরায়েল যেহেতু উয়েফার সদস্য, তাই মূল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যেই ঘোষণা করেছে, ইসরায়েলের অংশগ্রহণ ঠেকাতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা লড়বে।

বর্তমানে ইসরায়েলের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উয়েফার গ্রুপে খেলছে। তারা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে নরওয়ে। অন্যদিকে মাকাবি তেল আবিব ইউরোপা লিগেও অংশ নিচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত গণহত্যার পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড ইসরায়েল গাজায় চালিয়েছে বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। যদিও ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি ‘বিকৃত ও মিথ্যা’ এবং তারা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।