ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

১৪ বছর পর ভারতে আসছেন মেসি, দেখা করবেন মোদির সঙ্গেও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, অক্টোবর ২, ২০২৫
১৪ বছর পর ভারতে আসছেন মেসি, দেখা করবেন মোদির সঙ্গেও সংগৃহীত ছবি

১৪ বছর পর আবারও ভারত মাটিতে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা  লিওনেল মেসি। আগামী ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে তার চার শহরের সফর, এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি।

সফরের শেষ দিনে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মেসি। এক বিবৃতিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানে এসেছিলাম, তখনকার স্মৃতি এখনও মনে আছে—ভক্তরা অসাধারণ ছিলেন। ভারত এক উৎসাহী ফুটবল জাতি। নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি এবং আমার প্রিয় এই খেলাটির প্রতি ভালোবাসা ভাগ করে নিতে চাই। ’

সফরের আয়োজক শতদ্রু দত্ত আগেই সূচি ঘোষণা করেছিলেন। তবে বৃহস্পতিবারের বিবৃতির মধ্য দিয়েই প্রথমবার নিজে সফর নিশ্চিত করলেন ফুটবল জাদুকর।

সূচি অনুযায়ী কার্যক্রম:

কলকাতা (ডিসেম্বর ১২-১৩): আগমন, মেসির মূর্তির উন্মোচন, ‘গোট (GOAT) কনসার্ট’ ও ‘গোট  (GOAT) কাপ’। এখানে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার মতো ভারতীয় শীর্ষ ক্রীড়া ও বলিউড তারকাদের সঙ্গে সেভেন-এ-সাইড এক্সিবিশন ম্যাচে অংশ নেবেন মেসি। টিকিটের দাম শুরু হবে ৩ হাজার ৫০০ রুপি থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে সংবর্ধনা দেবেন।

আহমেদাবাদ (ডিসেম্বর ১৩): স্পনসরদের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন।
মুম্বাই (ডিসেম্বর ১৪): স্পেশাল ইভেন্ট।
দিল্লি (ডিসেম্বর ১৫): অরুণ জেটলি স্টেডিয়ামে ‘গোট GOAT কনসার্ট’, এরপর মোদির সঙ্গে সাক্ষাৎ।

মেসি সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১১ সালে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। সেটিই ছিল তাঁর অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

ডিসেম্বরের আগেই নভেম্বর মাসে আর্জেন্টিনা জাতীয় দল ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানা গেছে। যদিও প্রতিপক্ষ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে মেসি নিজে খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। স্থানীয় এক সূত্র জানায়, ‘এক মাসের মধ্যে মেসির দুবার ভারতে আসার সম্ভাবনা কম। সম্ভবত আর্জেন্টিনা দল মেসিকে ছাড়াই কেরালায় খেলতে আসবে। ’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দলটি যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে। আর নভেম্বরের বিরতিতে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় ম্যাচ খেলবে তারা।

মেসির সফরকে কেন্দ্র করে ভারতের ফুটবলপ্রেমীরা এখন তুমুল উত্তেজনায়। আয়োজকরা বলছেন, এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসের অন্যতম বড় ফুটবল ইভেন্ট।

সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।