রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৫–২৬ মৌসুম থেকে ক্লাবের আইকনিক ১০ নম্বর জার্সি পরবেন কিলিয়ান এমবাপ্পে। কিংবদন্তি লুকা মদ্রিচ এসি মিলানে পাড়ি দেওয়ার পর এই জার্সি ফাঁকা হয়।
গত মৌসুমে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। অভিষেক মৌসুমে ৯ নম্বর জার্সি পরে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করলেও কোনো বড় শিরোপা জিততে পারেননি।
কয়েকদিন আগে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শুধু '১০' লিখে একটি পোস্ট দেন, যা ছিল আসন্ন পরিবর্তনের ইঙ্গিত। এরপর রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়েবসাইটে চুপিসারে হালনাগাদ করা হয় তার জার্সি নম্বর—১০।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে ১০ নম্বর জার্সিটি একটি মর্যাদার প্রতীক। এই জার্সি একসময় পরেছেন ফেরেঙ্ক পুসকাস, ক্লারেন্স সিডরফ, লুইস ফিগো, গেওর্গ হাগি, মেসুত ওজিল এবং সর্বশেষ লুকা মদ্রিচের মতো তারকারা।
তবে এমবাপ্পে তুলনামূলকভাবে আক্রমণাত্মক ধরনের খেলোয়াড় হলেও তার গতি, দক্ষতা ও ফিনিশিংয়ের সঙ্গে রয়েছে শৈল্পিকতা—যা তাকে এই জার্সির উপযুক্ত উত্তরসূরি করে তোলে।
এই জার্সি বদলের মধ্য দিয়ে রিয়ালের ভবিষ্যৎ প্রকল্পে এমবাপ্পের নতুন, আরও কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকাও স্পষ্ট হয়ে উঠছে। কোচ জাবি আলোনসোর অধীনে এই পরিবর্তন হতে পারে নতুন এক যুগের সূচনা।
এমএইচএম