ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো অজগর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুলাই ১৭, ২০২৫
হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো অজগর উদ্ধারকৃত অজগর সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বিনিয়ানা গ্যাস লাইনের পাইপ সংস্কারের কাজ চলাকালীন সময়ে হঠাৎ জঙ্গল থেকে একটি অজগর বের হয়ে আসে। সাপটি দেখে কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার চায়। কেউ কেউ আবার সাপটিকে না মারার পক্ষে অবস্থান নেন। পরবর্তীতে আলিম মিয়া নামে এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটিকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সজল দেব জানান, অজগর সাপ পাওয়ার খবর পেয়ে আমি সাপটিকে না মারার অনুরোধ করি এবং তাদের কাছে কিছুক্ষণ নিরাপদে রাখার পরামর্শ দেই। বুধবার উদ্ধার করা এ সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা অজগর প্রসঙ্গে বাংলানিউজকে মির্জা মেহেদী সারোয়ার বলেন, অজগর সাপ আমাদের দেশের বৃহৎ সাপেদের একটি প্রজাতি। এর ইংরেজি নাম পাইথন। এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করার মাধ্যমে হত্যা করে থাকে। তারপর গিলে খায়। তবে এরা প্রকৃতিতে মরা থাকা প্রাণী খায় না।  

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশ এর গবেষণা তালিকায় অজগর ‘সংকটাপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত।  

বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।