মৌলভীবাজার: বিনিয়ানা গ্যাস লাইনের পাইপ সংস্কারের কাজ চলাকালীন সময়ে হঠাৎ জঙ্গল থেকে একটি অজগর বের হয়ে আসে। সাপটি দেখে কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সজল দেব জানান, অজগর সাপ পাওয়ার খবর পেয়ে আমি সাপটিকে না মারার অনুরোধ করি এবং তাদের কাছে কিছুক্ষণ নিরাপদে রাখার পরামর্শ দেই। বুধবার উদ্ধার করা এ সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা অজগর প্রসঙ্গে বাংলানিউজকে মির্জা মেহেদী সারোয়ার বলেন, অজগর সাপ আমাদের দেশের বৃহৎ সাপেদের একটি প্রজাতি। এর ইংরেজি নাম পাইথন। এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করার মাধ্যমে হত্যা করে থাকে। তারপর গিলে খায়। তবে এরা প্রকৃতিতে মরা থাকা প্রাণী খায় না।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশ এর গবেষণা তালিকায় অজগর ‘সংকটাপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত।
বিবিবি/এএটি