ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

সিদ্ধার্থের সঙ্গে প্রেম ভাঙায় আফসোস হয় আলিয়ার?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, জুলাই ১৮, ২০২৫
সিদ্ধার্থের সঙ্গে প্রেম ভাঙায় আফসোস হয় আলিয়ার?

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অন্যদিকে সময়ের আলোচিত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

তাদের বলিউডে অভিষেক হয় ২০১২ সালে। করণ জোহর নির্মিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় প্রথমবার এই জুটিকে দেখা মেলে।

ব্যক্তিগত জীবনে এখন দু’জনের তাদের পথ আলাদা। এক সময় তাদের সম্পর্ক নিয়ে সরগরম ছিল বলিউড ইন্ডাস্ট্রি। পরে তাদের বিচ্ছেদ হয়। আলিয়ার প্রিয় পোষ্য এডওয়ার্ডও নাকি সিদ্ধার্থের দেওয়া। এখনও সে আলিয়ার সঙ্গী।

এই মুহূর্তে স্বামী অভিনেতা রণবীর কাপুর ও কন্যা রাহাকে নিয়ে সুখে সংসার করছেন আলিয়া। অন্যদিকে, অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ। সম্প্রতি তাদের সংসার আলো করে এসেছে কন্যা সন্তান।  

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমাতে সিদ্ধার্থ ও আলিয়ার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান। ‘কপূর এন্ড সন্স’ সিনেমার পর ভেঙে যায় সিদ্ধার্থ-আলিয়ার প্রেম।

বরুণের সঙ্গে ‘কলঙ্ক’ সিনেমার প্রচারের সময়কার কথা। আলিয়াকে রসিকতার ছলে প্রশ্ন করেন বরুণ, জানতে চান রাগের মাথায় তার নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য কারও জীবন নষ্ট করেছেন কিনা! তাতে আচমকাই বরুণ টেনে আনেন আলিয়ার পোষ্য এডওয়ার্ডের প্রসঙ্গ, যা দিয়েছিলেন সিদ্ধার্থ।

এমন প্রশ্নে খানিটা সময় চুপ থেকে আলিয়া বলেন, ‘না, আমি রাগের মাথার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যার জন্য পরে আফসোস করেছি। কিন্তু, কারও জীবন নষ্ট হয়নি সেই জন্য। ’

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।