ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রতীকী অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জুন ৯, ২০২১
চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রতীকী অনশন

চাঁদপুর:  চাঁদপুর জেলার ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনগুলোর জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকারের আগামী ১৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

‘শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে বুধবার (০৯ জুন) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব সামনে এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক সবুজ ও সহ-সভাপতি প্রভাষক মাহফুজ উল্লাহ। প্রতীকী অনশনে জেলার ৬৮৬ জন শিক্ষক অংশ নেন।  

বক্তারা বলেন, আমরা সরকারের সব সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু কিন্ডারগার্টেনের শিক্ষকদের আর্থিক অবস্থা চিন্তা করে বাজেটে বরাদ্দ অন্তর্ভূক্ত করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ রইল।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।