ঢাকা: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ।
বুধবার (১৪ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এ কথা জানান।
তারা বলেন, গণঅভ্যুত্থানের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য উদ্বেগ্নজনক। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যা, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে গ্রন্থাগার কর্মচারী কর্তৃক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারে গড়িমসি, চারুকলা ইনস্টিটিউটে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ পুড়িয়ে দেওয়া, ক্ষণিকা বাসে হামলা এবং সর্বশেষ সাম্যের হত্যাকাণ্ড।
তারা বলেন, এসব ঘটনা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। আগে সংঘটিত বিষয়গুলোর যথাযথ তদন্ত ও বিচার হলে ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড ঘটতো না।
তারা বলেন, ক্যাম্পাসে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা মানে কেবল বহিরাগত নিয়ন্ত্রণ নয়। প্রশাসনের সচেতন ও সক্রিয় অবস্থান এবং জবাবদিহি নিশ্চিত করা না গেলে পরিস্থিতির উন্নতি হবে না। তোফাজ্জল হত্যাকাণ্ড কিংবা নারী নিপীড়নের ঘটনা কোনো বহিরাগত ঘটায়নি।
তিনি বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হয়েছে কি? তার ভিত্তিতে কোন সুনির্দিষ্ট সুপারিশ এসেছে কি? প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না করার ফলাফলই হচ্ছে বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকা।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন৷ বর্তমান পরিস্থিতিতে ছাত্র সংগঠনসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাম্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এফএইচ/জেএইচ