নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ উদযাপন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।
বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ দিবসে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থী–শিক্ষক ইন্টারেক্টিভ সেশন এবং জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
এ বছরের আন্তর্জাতিক স্লোগান ‘Think Health, Think Pharmacist’ অনুসরণ করে দিবসটির মূল লক্ষ্য ছিল জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান, স্বাস্থ্যবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. দিপক কুমার মিত্র, সাইনোভিয়া ফার্মার সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক সৈয়দ এ বি তাহমিদ এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।
তারা উল্লেখ করেন, দক্ষ ও নৈতিক ফার্মাসিস্টরা কেবল ওষুধ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত নন, বরং স্বাস্থ্যনীতি, গবেষণা ও প্রতিরোধমূলক পরিচর্যাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আলোচনায় আরও বলা হয়, স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। তাই নীতি প্রণয়ন থেকে শুরু করে সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
এ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী–শিক্ষকদের জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পুনরায় সুস্পষ্টভাবে ঘোষণা করে যে, প্রতিষ্ঠানটি দক্ষ, নৈতিক ও দূরদৃষ্টিসম্পন্ন ফার্মাসিস্ট তৈরিতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরবি